জিমেইলে যুক্ত হলো জেমিনি

৩১ আগষ্ট, ২০২৪ ১৯:০৭  

জিমেইল অ্যাপে যুক্ত হলো গুগলের এআই মডেল জেমিনি। ‘জিমেইল কিউএন্ডএ’ নামক নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইল অ্যাপেই এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।

গত বৃহস্পতিবার গুগল তাদের নতুন এই ফিচারটি আনার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাক্সেস পেলেও অচিরেই ফিচারটি অ্যাপলের আইওএস ডিভাইস থেকেই অ্যাক্সেস করা যাবে বলে এক ব্লগপোস্টে উল্লেখ করা হয়েছে।

‘কিউএন্ডএ’ বা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ফিচারটি ব্যবহার করে সহজেই অ্যাক্সেস করা যাবে গুগল জেমিনি। জিমেইল ব্যবহারকারীরা এখন জেমিনি ব্যবহার করে অ্যাকাউন্টে থাকা ইমেইলের সারসংক্ষেপ (সামারি) তৈরি করতে পারবেন এবং জেমিনিকে দিয়ে ইমেইল ও তার সারসংক্ষেপ পড়িয়েও নিতে পারবেন।

এছাড়া নির্দিষ্ট কোন ই-মেইল খুঁজে বের করা এবং ই-মেইলগুলো পড়ে সেখান থেকে নির্দিষ্ট কোন বিষয়ে বিস্তারিত তথ্য দেয়ার মতো কাজগুলো এখন ভয়েজ কমান্ডের মাধ্যমেই করা যাবে। এতে করে শ্রম ও সময় উভয়েরই সাশ্রয় হবে।

ডিবিটেক/বিএমটি